ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জানে আলম মুনশী’র কবিতা || আত্ম-অনুসন্ধান

  • আপ : ১২:৫৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ২৪৯ ভিউ :

 

আকাশ ছোঁয়া স্বপ্ন আঁকি,মনে করি চাষ।
অজানা এক বিরান ভূমি, স্বপ্নে বসবাস।

নিজের সাথে গল্প করি নিজেই আবার শুনি,
ইচ্ছে হলেই নতুন গল্পে আবার নতুন স্বপ্ন বুনি।

নিজের সাথে তর্ক করি,একটা যুদ্ধ যুদ্ধ ভাব,
নিজেই আবার ত্রুটি ধরি, নিজেই করি মাপ।

নিজের চোখে নিজেকে দেখি, অন্যের চোখে নয়,
মাঝে মাঝে অন্যের চোখে-নিজেকে দেখতে হয়।

এসো, বন্ধিশালার সন্ধি ভেঙ্গে নতুন কিছু শিখি,
অন্যের চোখের চশমা দিয়া নিজের ডায়রি লিখি।

 

জানে আলম মুনশী’র কবিতা || আত্ম-অনুসন্ধান

আপ : ১২:৫৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

 

আকাশ ছোঁয়া স্বপ্ন আঁকি,মনে করি চাষ।
অজানা এক বিরান ভূমি, স্বপ্নে বসবাস।

নিজের সাথে গল্প করি নিজেই আবার শুনি,
ইচ্ছে হলেই নতুন গল্পে আবার নতুন স্বপ্ন বুনি।

নিজের সাথে তর্ক করি,একটা যুদ্ধ যুদ্ধ ভাব,
নিজেই আবার ত্রুটি ধরি, নিজেই করি মাপ।

নিজের চোখে নিজেকে দেখি, অন্যের চোখে নয়,
মাঝে মাঝে অন্যের চোখে-নিজেকে দেখতে হয়।

এসো, বন্ধিশালার সন্ধি ভেঙ্গে নতুন কিছু শিখি,
অন্যের চোখের চশমা দিয়া নিজের ডায়রি লিখি।